নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষের ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : বাগেরহাটে জমিদার বাড়ি বেদখল!
বুধবার (১০ মে) দুপুরে মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সংঘটিত সড়ক দুর্ঘটনায় নবজাতক, প্রসূতি মা, জামাতা ও ব্লাড ডোনারসহ ৫ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার গর্ভজাত সন্তান এবং সদ্যভূমিষ্ঠ এক শিশু কন্যা, জামাতা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নেছার উদ্দীনের ছেলে ডালিম হোসেন (৪০) এবং আশাশুনির উজিরপুরের ব্লাড ডোনার তাজিজুল ইসলাম (২৭)।
আরও পড়ুন : ‘মোখা’ মোকাবিলায় ১০ নির্দেশনা
এসব তথ্য নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
কাঞ্চন কুমার জানান, আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো।
পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, তার স্ত্রীর গর্ভে জমজ সন্তান ছিলো। একটি বাচ্চা প্রসবের পর আরেকটি প্রসব না হওয়ায় প্রসূতি মা ও সন্তানের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।
সান নিউজ/এইচএন