ছবি : সংগৃহিত
সারাদেশ

মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় দিঘি এলাকায় খালার বাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ১১ দাবিতে স্মারকলিপি

শনিবার (৬ মে) সকালে এ ঘটনায় ওই উপজেলার বদনিকাঠি গ্রামের মৃত নুরু’র ছেলে সাকিব (২২) কে আসামি করে ছাত্রীর বাবা রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।

সাকিব বাইপাস এলাকার বাহারুলের ছোট ভাই এবং বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসের হেলপারী করতো।

মামলা হলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গতকাল শুক্রবার সোয়া সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাস মোড় সংলগ্ন দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : উলিপুরে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই সাকিব।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ওই স্কুলছাত্রী তার খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই তরুণীকে সাবু হাওলাদারের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

আরও পড়ুন : উলিপুরে মাও. আব্দুল বারীর ইন্তেকাল

রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে।

আসামিকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। তবে তাকে এখনও (শনিবার বিকেলে সাড়ে ৫টা) গ্রেফতার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা