রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৬ মে ২০২৩ ০৮:৩০
সর্বশেষ আপডেট ৬ মে ২০২৩ ০৮:৩০

অবৈধ সংযোগে ব্যাংকারের ভবনে ওয়েল্ডিংয়ের কাজ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ যাবৎ বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করলেও শনিবার (৬ মে) সকালে অবৈধ সংযোগের কারণে বৈদ্যুতিক গোলযোগ ঘটলে বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির নজরে আসে। পল্লী বিদ্যুৎ সমিতির অফিস শনিবার বন্ধ থাকায় রবিবার ওই নির্মাণাধীন ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের বোয়ালমারী শাখার সিনিয়র অফিসার মাহবুবুর রহমান বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম সড়কে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। ভবনের ছাদ এবং দেয়াল নির্মাণের কাজ শেষে এখন জানালার গ্রীল বানানোর কাজ চলছে। ভবনের মালিক রড কিনে মিস্ত্রি দিয়ে ওই ভবনের নিচ তলায় গ্রীল বানাচ্ছেন। গত এক সপ্তাহ যাবত গ্রীল বানানোর কাজ চলছে। সঞ্চালন লাইনের যে স্থান থেকে অবৈধ সংযোগ নেয়া হয়েছিল ওই স্থানে শনিবার সকাল ৮টার দিকে আগুন ধরে বিকট শব্দ হয়ে আশেপাশের এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়ে ওই ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের জন্য জানালার গ্রীল নির্মাণের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে যায়। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় রবিবার এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমার মিস্ত্রি অবৈধ সংযোগ নিয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

জানতে চাইলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মোর্শেদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ নিয়ে ওই ভবনের জানালার গ্রীল বানানো হচ্ছিল। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় কি পরিমাণ বিদ্যুৎ ওই ভবনের গ্রীল তৈরিতে ব্যবহৃত হয়েছে তা যাচাই সাপেক্ষে রবিবার আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা