ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোর চক্রের নারী সহ ৪ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ-খুলনা যোগাযোগ বন্ধ
আটককৃতরা হলো, ময়মনসিংহের মুক্তাগাছা রসুলপুর এলাকার মুজিবরের মেয়ে বিথী আক্তার (৩০), ভালুকা উপজেলার গোয়ারী টেক পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আল-আমীন (৩৫) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকার নজর আলী শেখের ছেলে শামসুল আলম শেখ (৪৫)।
বৃহস্পতিবার (৪মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে ভালুকা মডেল থানার এস.আই রেজাউল করিম ও এস.আই সামিউল তাদের আটক করেন।
আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প
পুলিশ জানায়, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করতো। চক্রটির মহিলা সদস্য প্রথমে কৌশলে যাত্রী সেজে অটো নিয়ে পৌছায় একটি বাসায়। সেখানে ছদ্মবেশে অবস্থান নেয় চক্রের আরেক সদস্য। মালামাল আনার কথা বলে চালককে নিয়ে মহিলা বাসায় ডুকতেই কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো পূর্ব থেকে অবস্থান নেওয়া ওই সদস্য।
ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চুরি হওয়া অটোর যন্ত্রাংশ কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
সান নিউজ/এমআর