জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছে।
আরও পড়ুন : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
বুধবার (৩ মে) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম।
স্থানীয় শাহ আলম বলেন, রাত ২ টার দিকে প্রতিবেশী রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা।
আরও পড়ুন : গাজীপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার
স্থানীয় আরেক বাসিন্দা নাজমুল হাসান বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে আটকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ ছাড়া ডাকাত দলের আরও দুই সদস্যকে চিনতে পেরেছেন স্থানীয়রা।
ওসি এএফএম নাসিম বলেন, গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/জেএইচ