বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ছবি-সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ৪ মে ২০২৩ ০৯:৫২
সর্বশেষ আপডেট ৪ মে ২০২৩ ০৯:৫২

গাজীপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নূরুল হক পলাতক রয়েছেন।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার (৪ মে) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার কুদ্দুসনগর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধুর নাম আসমা আক্তার (৩৬)। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার খাজার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার মেয়ে। তার স্বামী মানিকগঞ্জ সদর এলাকার নূরুল হক ওরফে নূরু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূরুল হক তার স্ত্রী আসমা আক্তারকে নিয়ে গাজীপুর মহানগরীর কুদ্দুসনগর এলাকার ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর সঙ্গে নূরুলের বিবাদ চলছিল। এ নিয়ে গত ১ মে সকালে কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নূরুল।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা। তার জেরে রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর কক্ষের বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বলেন, নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা