নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি শামিম হক, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
এছাড়াও দুপুরে কাঙালি ভোজ এবং বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরগুলোতে প্রার্থনার আয়োজন করা হয়।
আলোচনা ও স্মরণ সভাসহ আরো বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
সান নিউজ/ এআর