নিজস্ব প্রতিনিধি:
ভোলা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের ভোলাবাসী।
শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সকলে। পরে শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক সকলকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দরিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।’
সান নিউজ/ এআর