নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ২ জন।
সোমবার (১ মে) বিকাল পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!
নিহতরা হলেন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার লক্ষ্মীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০) ও মেয়ে রানু আক্তার (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী ১ নারীসহ ২ জন নিহত হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন
আহত ৩ জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন এবং হাসাপাতালে একজন মারা যায়। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সান নিউজ/আর