নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারায় বুশরা বরকতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১ মে) সকালে উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন
নিহত বুশরা ওই এলাকার বরকতুল্লাহর মেয়ে এবং স্থানীয় বটতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবারসূত্রে জানা যায়, তার মা ও বড় বোন সকালে রান্নার কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে ঘরের দরজা বন্ধ করে। রান্নাঘর থেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে এসে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে বুশরা।
আরও পড়ুন: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বুশরার বাবা জানান, আমার মেয়ে এবার মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বাংলা ১ম পত্র পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই গতকাল থেকেই মানসিকভাবে বিষণ্ন ছিল। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সান নিউজ/আর