কক্সবাজার প্রতিনিধি : পৌরবাসীর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নেমে গেছেন কক্সবাজার পৌরসভা নির্বাচনের অন্যতম আলোচিত মেয়রপ্রার্থী সাবেক মেয়র সরওয়ার কামাল।
আরও পড়ুন : বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
শনিবার (২৯ এপ্রিল) কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে ১২ জুনের পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন নাগরিক ফোরাম সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল। এসময় তিনি জয়ের লক্ষ্য নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বি করারও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সরওয়ার কামাল তার মেয়র থাকাকালীন সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বর্তমান পৌর পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে আগামীতে তিনি নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভাকে একটি দুর্নীতি ও হয়রানিমুক্ত আধুনিক উন্নত পৌরসভা গড়তে কাজ করবেন।
আরও পড়ুন : সাত নারী ছিনতাইকারী আটক
পৌরবাসীর এতদিনের জল্পনা-কল্পনার অবসানের ঘোষণা দিয়ে এই শক্তিমান মেয়রপ্রার্থী বলেছেন, তিনি খুবই সিরিয়াসভাবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। শুধু প্রতিদ্ব›িদ্বতা নয়; জয়ের লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং তিনি জয়ী হবেন দৃঢ়ভাবে আশাবাদী।
আগামী পৌর নির্বাচন সুষ্ঠু সুন্দর ও প্রভাবমুক্ত করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
আরও পড়ুন : সিরাজগঞ্জে স্বস্তির বৃষ্টি
নাগরিক ফোরামের সভাপতি সমাজ সেবক মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাগরিক ফোরাম নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সান নিউজ/এসআই