নিজস্ব প্রতিনিধি: তীব্র তাপদাহের পর স্বস্তি নেমে এসছে সিরাজগঞ্জের জনজীবনে। দীর্ঘ এক মাসের অস্বস্তিকর পরিবেশের পর নেমে এসেছে বৃষ্টি। একই সঙ্গে ঝড়ো হাওয়া।
আরও পড়ুন: ৬০ কিমি বেগে আসছে কালবৈশাখী
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। দীর্ঘদিন পরে বৃষ্টি দেখতে পেয়ে জনজীবনে স্বস্তি এসেছে।
সিরাজগঞ্জ শহরের বাসিন্দা করিম হাসান বলেন, দীর্ঘদিন মানুষ বৃষ্টির ছোঁয়া পেতে চাতক পাখির মতো অপেক্ষায় ছিল। বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে।
আরও পড়ুন: ঝড়-বৃষ্টির পূর্বাভাস
তাড়াশ উপজেলা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এখন তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়াতে তাপমাত্রা কমছে। এ অবস্থা কয়েক দিন অব্যাহত থাকবে।
সান নিউজ/আর