নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে ১ কেজি সোনাসহ মো. রুস্তম আলী (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন : ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ছেড়েছেন
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করা অবস্থায় সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে অভিযুক্তকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা এক কেজি ৫১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তবে তিনি এ সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন : বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ!
তিনি আরও বলেন, পবিত্র ঈদ উপলক্ষ্যে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এপিবিএন। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এ বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।
সান নিউজ/এমআর