জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের চাপায় ছাগলের মৃত্যুকে কেন্দ্র করে দু'পক্ষের বিরোধের জের ধরে হামলায় আবুল কাশেম দোলা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
আরও পড়ুন : সাতক্ষীরা কারাগারের কয়েদির মৃত্যু
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে দু'পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম আলীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাকও গুরুতর আহত হয়। তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত বুধবার স্থানীয় আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেলযোগে
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
দিয়ে আসার পথে স্থানীয় এক গ্রামবাসীর ছাগল তার মোটর সাইকেলের চাপায় মারা যায়। এ নিয়ে ওই শিক্ষককে লাঞ্চিত করা হয়। এ ঘটনায় আবুল কাশেম শিক্ষক আনিনুলের পক্ষ নিয়ে প্রতিপক্ষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পরে।
ছাগলের মৃত্যুর ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দোলাকে টেঁটা দিয়ে আঘাত করে তার প্রতিপক্ষরা। গুরুতর আহত আবুল কাশেমকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আরও পড়ুন : ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এ ঘটনায় দু'পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সান নিউজ/এইচএন