আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।
আরও পড়ুন : কিশোরগঞ্জে ঈদের নামাজে সংঘর্ষ, নিহত ১
শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আবদুল নবী হক্কানী নামাযের ঈমামতি করেন।
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে জামায়াতে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো ধর্মপ্রান মুসল্লি একসাথে কাতারে দাড়িয়ে ঈদের জামাত আদায় করেন।
আরও পড়ুন : সর্ববৃহৎ ঈদ জামাত দিনাজপুরে
নামায শেষে মোনাজাতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষা ও দেশের এবং ভবিষ্যতের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ।
আরও পড়ুন : কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
সান নিউজ/এইচএন