ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী শাশুড়ি ও পুত্রবধূ প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় তাদের শিশু সন্তানও গুরুতর আহত হয়েছে।
আরও পড়ুন : উখিয়া দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ
নিহত শাশুড়ি জহুরা খাতুন (৫৫) নান্দাইল উপজেলার অরণ্যপাশা পুর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী। পুত্রবধূ বৃষ্টি আক্তার (২৪) এর স্বামীর নাম উজ্জ্বল মিয়া। আহত শিশুটি বৃষ্টি আক্তারেরই সন্তান।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহগামী অটোরিকশাটিকে দ্রুত গতির একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়।
তিনি বলেন, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।
সান নিউজ/এইচএন