নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী বানিয়ারা গ্রামে ‘প্রজন্ম একুশ’ ম্যাগাজিনের সৌজন্যে শিক্ষিত মেধাবী তরুণদের প্রাণের সংগঠন বানিয়ারা সাহিত্য পরিষদ’র (বাসাপ) ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।
আরও পড়ুন : ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা চ্যাম্পিয়ন
শনিবার (১৪ এপ্রিল) সন্ধায় গ্রামের ঐতিহ্যবাহী বানিয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাহ মো: জাদরিল হাসান নাঈমের পরিচালনায় এবং অপর যুগ্ম আহ্বায়ক মীর নাঈমুর রহমান সিয়ামের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন বাসাপ’র পরামর্শ পরিষদ সদস্য সৈয়দ আলী ইমরান। এতে সংগঠনের সহযোগী সদস্যরা সযোগিতা করেন।
আরও পড়ুন : টাঙ্গাইলে বানিয়ারা সাহিত্য পরিষদ'র ইফতার ও দোয়া অনুষ্ঠান
আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনটির কার্য নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নেয়ামত উল্লাহ তানভীর, খন্দকার হাফিজুর রহমান রাজন, খন্দকার আব্দুস সাত্তার নিশাদ, সৈয়দ ইশমাম হোসেন ও সৈয়দ হাবীব।
সহযোগী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার রিয়ান এবং শাহ মো: নিয়ামুল হাসান ফাহীম।
আরও পড়ুন : আমাদের ঐতিহ্য “ বানিয়ারা”
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির পরামর্শ পরিষদ সদস্য সৈয়দ হাচ্ছান হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাকিন, শাহ মো: জীবন, ওয়াহিদুর রহমান শুভ, তামিম, আরিয়ান, নাবিল, রাহি, রূপ, সারিদ, ইয়ামিনসহ আরও অনেকেই।
আরও পড়ুন : মনে রেখো তবু : খন্দকার আশরাফুল ইসলাম
এসময় বাসাপ’র পক্ষ থেকে জানানো হয়, আগামীতে সবাইকে নিয়ে আরও বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করা হবে।
বাসাপ’র আহ্বায়ক ও প্রজন্ম একুশ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম পিয়াল ইফতার মাহফিলে উপস্থিত থাকতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
সান নিউজ/এইচএন