সারাদেশ

মুন্সীগঞ্জে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আন্ত:জেলা ডাকাত ও সিএনজি-অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জের ডিবি পুলিশ। গেলো শুক্রবার থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’

এরা হচ্ছে লক্ষীপুরের মনির হোসেন (৩২), পিরোজপুরের রুবেল হাওলাদার (৩৩), মুন্সীগঞ্জের জাহাঙ্গীর (৩৯), অহিদ (৪৫), নয়ন আহমেদ রওফে রাসেল (৩২), ওমর ফারুক (২৬) ও মোকসেদ বেপারী (৪১)।

গ্রেফতারকৃতের মধ্যে মনির ও রুবেল ২০২২ সালের ৩০ অক্টোবর ফেনীর সোনাজাগীতে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিয়ে আত্মগোপনে থাকে।

গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সদর সার্কেল খান্দার খায়রুল ইসলাম, ওসি ডিবি আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চলতি বছরের ১০ এপ্রিল জেলার টঙ্গীবাড়ি উপজেলার ছোট কেওয়ার গ্রামে ৩ ছিনতাইকারী চালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক লতিফুর রহমান আশিক (২০) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গেলো শুক্রবার (১৪ এপ্রিল) ওই মামলার ছায়া তদন্ত শুরু করে জেলা ডিবি পুলিশের টিম।

তদন্তকালীন মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মনির হোসেন, জাহাঙ্গীর ও অহিদকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃত মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শনিবার জেলার সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করেন।

পুলিশ সুপার জানান, ডিবির হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছে জানা যায় মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় কৌশলে অটোরিকশা-মিশুক ভাড়া করে তাদের টার্গেট করা স্থানের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নির্জন স্থানে চালককে ঘায়েল করে অটোরিকশা-মিশুক ছিনিয়ে নিয়ে যায়। প্রয়োজনে চালকজে খুন পর্যন্ত করে থাকে। ছিনতাইয়ের পাশাপাশি তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মনির ও রুবেলসহ অপরাপর ডাকাত সদস্যরা ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে ডিবির টিম জেলার লৌহজংয়ে অভিযান চালিয়ে দু’টি চোরাই অটোরিকশাসহ রাসেল ও ফারুককে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল পৌনে ১০ টার দিকে লৌহজং থেকে একটি অটোরিকশা উদ্ধারসহ মোকসেদকে গ্রেফতার করতে সক্ষম হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর...

সাবেক প্রধান বিচারপতি রুহুল আর নেই 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সম্মিল...

দুপুরে শপথ নেবেন নতুন সিইসি ও ইসি

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুরে শপথ ন...

আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দেশের সাবেক প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা