সানি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিয়ের দাবিতে এক শিক্ষকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক।
আরও পড়ুন : পিকআপ খালে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
অভিযুক্ত শিক্ষক পূর্ব হাজিপুর গ্রামে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমন। অবস্থান নেয়া তরুণী ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে ওই বাড়ীতে তরুণী অবস্থান করে আসছে।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত
ওই তরুণী জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়েছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।
তরুণী বলেন, আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।
আরও পড়ুন : প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
সুমনের বাবা বাশার সিকদার জানান, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/আর