আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না
শুক্রবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়, পরে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর বসবাস। এখানে রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, আচার, ব্যবহার। পাহাড়ের সংস্কৃতি ও পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তারই নেতৃত্বে সকলে মিলে মিশে সম্প্রীতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিভিন্ন মতাদর্শ থাকলেও তা যেন দেশের মঙ্গল ও উন্নয়ন হয়, সেটিতে সচেষ্ট থাকার আহবান জানান তিনি। এসময় সকলকে পাহাড়ের ঐহিত্যবাহী সামাজিক প্রধান উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নবর্ষের শুভেচ্ছা জানান তিনি।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সর্বস্হরের মানুষ।
সান নিউজ/এমআর