সান নিউজ ডেস্ক: ফরিদপুরে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি পরিবার।এসময় আগুনে তিন পরিবারের বসতবাড়িসহ আটটি ঘর ভষ্মিভূত হয়।
আরও পড়ুন: ব্যানারে নাম না থাকায় ত্রিশাল উপজেলা আ’লীগের ক্ষোভ
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর হাজি ইসমাইল মুন্সির ডাঙ্গি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ওই তিন পরিবারের সেমিপাকা ছয়টি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই বলেন, রান্না করার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আগুনে তিনটি পরিবারের আটটি ঘর ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে।
সান নিউজ/আর