সারাদেশ

প্রাণের উৎসবে মেতেছে সমুদ্র পাড়ের মানুষ 

এম.এ আজিজ রাসেল: বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪৩০। আজ নব আনন্দে জেগে ওঠার দিন। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালি মেতেছে প্রাণের উৎসবে।

আরও পড়ুন: ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সমুদ্র শহর কক্সবাজারে নববর্ষের প্রথম দিন আয়োজিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক আয়োজন।

শুক্রবার (১৪ এপ্রিল) শহীদ দৌলত ময়দানে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ, এসো এসো...’ গান পরিবেশনের মধ্যে দিয়ে কক্সবাজার জেলা বাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে। সকাল সাড়ে ৮টায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। নানা ঢঙের মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে সকাল ৯টায় শহীদ দৌলত ময়দানের বটতলা চত্বরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশন করা হয় বিভিন্ন লোকসঙ্গীত, নাটক, নৃত্য, যন্ত্রসঙ্গীত ও কবিতা আবৃতি। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর আগে জেলাবাসীর প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। বাঙালি সংস্কৃতির বিকাশ, আত্মনিয়ন্ত্রণ ও মুক্তিসাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি। বাংলাদেশের অভ্যুদয় ও গণতান্ত্রিক বিকাশে সংস্কৃতির এই শক্তি রাজনৈতিক চেতনাকে দৃঢ় ও বেগবান করে।

আরও পড়ুন: গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি জোগায়। এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষা চেতনার বহ্নিশিখা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হোক আজকের দিনে সকলের অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক এডভোকেট তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

শহীদ দৌলত ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বসে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলার স্টলগুলোতে তোলা হয় বাঙালির ঐতিহ্যের বিভিন্ন পণ্য। যা কিনতে ভিড় জমায় ক্রেতারা। এছাড়া কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা খেলাঘর।

এদিকে বাংলা বর্ষবরণ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করতে পর্যটন নগরী কক্সবাজার জুড়ে পোষাকে ও সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মাহে রমজানের মধ্যে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হওয়ায় সবাইকে পবিত্রতা রক্ষা করে আনুষ্ঠানিকতা সম্পন্নের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

বিরলে রাস্তা নির্মাণ নিয়ে দন্দ্ব

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর মৌজার সরকারপাড়ায় একটি...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

বিশাল জয়ে বিশ্বকাপ বাছাই শুরু জ্যোতিদের 

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিনের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ভর করে রে...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া...

অবৈধ বালু উত্তোলন, পাল্টে যাচ্ছে নদীর গতিপথ

অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে না...

এডিএফে যোগ দিতে তুরস্কে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আনতালিয়া কূটনীতি ফোরামে (এডিএফ) যোগ দিতে তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা