নিজস্ব প্রতিনিধি:
বোয়ালমারী (ফরিদপুর): গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদশ (ক্যাব) উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয় চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ক্যাবের সভাপতি মহবত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হাসান, সাংবাদিক আমীর চারু প্রমুখ।
বক্তারা বলেন, করোনার জন্য ৬০ শতাংশ বাড়ানো হলেও গণপরিবহনে এরও বেশি হারে ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঠাসাঠাসি করে ও দাঁড়িয়ে যাত্রী বহন করা হয়। এসব বিষয় নিয়ে যাত্রী এবং বাস কনডাক্টরের মধ্যে অহরহ অপ্রীতিকর ঘটনা ঘটছে। অতিরিক্ত ভাড়া কমিয়ে আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তারা।
সান নিউজ/ এআর