আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে ও এস আই মো. শাখাওয়াত হোসেন, এস আই মো. হাবিবুর রহমান খান, এস আই মো. রাশেদ পারভেজ সাইম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ৩ নং কবাখালি ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মিলন পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোছা. জেসমিন আক্তারকে আটক করে।
এসময় আটক জেসমিন আক্তারের দেখানো মতে স্বামী মো. আরিফ হোসেনের বসতঘর থেকে ৪৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রিত নগদ ২৮ হাজার ৬’শত টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : সুদানে সংঘর্ষে ২৪ জনের প্রাণহানি
পুলিশ সূত্রে, আটককৃত ব্যক্তির নামে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং স্বামী মো. আরিফ হোসেনের নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত জেসমিন আক্তারকে উদ্ধারকৃত ইয়াবাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমআর