কামরুজ্জামান স্বাধীন, কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের উলিপুরে গর্তের পানিতে ডুবে হুজাইফা ইসলাম (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নারিকেল বাড়ী খেওয়ার পাড় এলাকায়। হুজাইফা ওই এলাকার জিয়াদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন : মিথ্যা গণধর্ষণ মামলা, নারীর কারাদণ্ড
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পার্শ্বে গর্তের পানিতে ওই শিশুকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সান নিউজ/এসআই