ছবি-সংগৃহীত
সারাদেশ

‘বাহুবলীর’ অস্ত্র দিয়ে ডাকাতি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি : ফরিদপুরে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : শুক্রবার থেকে চলবে ঈদ স্পেশাল বাস

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান এ তথ্য জানান।

এদিন ‍বিকেলে জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াই গ্রামের নিজ বাড়ি থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করে নেওয়া ১০ হাজার পাঁচশ টাকাও জব্দ করা হয়।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

এছাড়া ওই এলাকায় তল্লাশি করে ডাকাতির জন্য ব্যবহৃত ভারতীয় জনপ্রিয় সিনেমা বাহুবলীর নায়কের অস্ত্রের মতো দেখতে স্টিলের ৩টি কুড়াল, দুটি বড় রামদা, দুটি দা, একটি বড় আকৃতির ছুড়ি, একটি করাত জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকে করে কয়েকজন ব্যবসায়ী গরু কেনার জন্য চরদুয়াইর গ্রাম থেকে একটি পিকআপে করে খুলনার এক হাটের উদ্দেশ্যে রওনা হন। তাদের কাছে ৯ লাখ ৭৬ হাজার ৪৮০ টাকা ছিল। তারা সদরপুর-তারাইল সড়ক ধরে নাসিরাবাদ ইউনিয়নের রায়হান ডাক্তারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে তাদের যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের পিটুনি দিয়ে তাদের কাছ থেকে গরু কেনার টাকা নিয়ে নেন।

আরও পড়ুন : ইকুয়েডরে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯

সোমবার দিবাগত রাতে এ ব্যাপারে সদরপুরের চরমানাই গ্রামের মিরাজ মাতুব্বর (৬২) বাদী হয়ে ভাঙ্গা থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, তিনি ও তার সঙ্গী ওমর শেখ (৬০), আলামিন বেপারি (৩৫), আমিরুল বেপারি (৩০), মোমিন সরদার (৫৭), ফরিদ মুন্সী (৪০) পিকআপে করে খুলনা যাওয়ার পথে ওই ডাকাত দলের খপ্পড়ে পড়েন। তারা সড়কে গাছ কেটে পিকআপটি থামায়। পরে ১২/১৩ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৯ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ৬টি মোবাইল ফোন ডাকাতি করে। ডাকাতরা অনুমানিক ১০/১৫ মিনিট ধরে ডাকাতি করে চলে যায়।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াই গ্রামের বাসিন্দা জুয়েল তালুকদারকে গত সোমবার রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার পরিদর্শক মো. জুয়েল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে গ্রেফতার হওয়া জুয়েল তালুকদার ফরিদপুর জজ আদালতের বিচারক শফিকুল ইসলামের কাছে এ ডাকাতির ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তিনি আরো বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা