ছবি: সংগৃহীত
সারাদেশ

জলদস্যুদের হামলায় জেলে নিহত

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় এক জেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

সোমবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জেলে নূরুল ইসলাম হাওলাদার।

আরও পড়ুন : ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না

নিহতের ছেলে সুমন হাওলাদার বলেন, প্রতিদিনের মতো রোববার (৯ এপ্রিল) রাতে তার বাবা নূরুল ইসলাম ও ভাই মোহাম্মদ আলী হাওলাদার মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোরে ফিরে আসার সময় সংঘবদ্ধ জলদস্যুরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দেওয়ায় জলদস্যুরা লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাবা নূরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে নদীতে পড়ে যান।

আরও পড়ুন : তাইওয়ানেকে ঘিরে রেখেছে চীন

তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ আলী হাওলাদারও আহত হয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) থান্ডার খাইরুল ইসলাম জানান, শুনেছি জলদস্যুরা ঐ জেলের কাছ থেকে জাল ও মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জেলে বাধা দিলে তাকে পিটিয়ে জলদস্যুরা নদীতে ফেলে হত্যা করে।

আরও পড়ুন : এবার গঙ্গার নিচে চলবে মেট্রো

তবে প্রাথমিক তদন্তে ভিন্ন কিছু পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা