জেলা প্রতিনিধি : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স উল্টে চালকসহ ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে পৌনে ৫ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৩৫) ও সহযোগী রিপন (২৮)।
আরও পড়ুন : বাসচাপায় পথচারীর মৃত্যু
তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রিপন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, বিকেল পৌনে ৫ টার দিকে সেতু পার হয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার মাঝামাঝি স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পড়ে উল্টে যায়।
আরও পড়ুন : ফেনীর ৮ সদস্য গ্রেফতার
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন ও সহযোগী রিপন আহত হন।
সান নিউজ/এনজে