মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে মুন্সীগঞ্জ শহর ও শহরতলীতে ডিলার সহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আরও পড়ুন : উখিয়া ছাত্রলীগ তারেকের কৃতজ্ঞতা প্রকাশ
বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান বাজার, হাসপাতাল সড়ক ও শহররের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম জানান, বেলা ১১ টার দিকে শহরের প্রধান বাজারে অভিযান চালান তারা।
এ সময় সেখানকার নাহার করপোরেশন বেশী দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ওই প্রতিষ্ঠানটি সরকার নিধারিত ১১’শ ৭৮ টাকার স্থলে ১২’শ ৬০ টাকা করে প্রতিটি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলো।
আরও পড়ুন : ধামরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
পরে একই অপরাধে শহরের মানিকপুর এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সড়কের নুসরাত মটরসকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, বেশী দামে সিলিন্ডার বিক্রি করছিলো শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিলার লাকী এন্টারপ্রাইজ। দুপুরের দিকে সেখানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : ফসলের মাঠে কৃষকের বুক ভরা স্বপ্ন
আরও যানাযায়, ডিলারদের প্রতিটি গ্যাস সিলিন্ডার বিক্রির কথা রয়েছে ১১’শ ৩০ বা ৩৫ টাকা। সেখানে লাকী এন্টারপ্রাইজ ১২’শ ২০ টাকা করে প্রতিটি সিলিন্ডার পাইকারিতে বিক্রি করছিলো।
সান নিউজ/এসআই