জেলা প্রতিনিধি : নেত্রকোনার সদরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরে কর্মরত বিজিবির সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপরজন অটোরিকশাচালক। তবে তার পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন : ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড
আহতরা হলেন- ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ভাঙ্গা-মাওয়ায় ট্রেন চলবে সেপ্টেম্বরে
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ সময় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।
সান নিউজ/জেএইচ