নিজস্ব প্রতিবেদক:
খুলনা: রূপসা নদীতে পড়ে নিখোঁজ যুবক রাকিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১২ আগস্ট) দুপরে নগরীর শিপইয়ার্ডগেট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. রাকিব হোসেন হাওলাদার (১৮) ফিশিং ট্রলারের লস্কর ও নগরীর লবণচরা থানার ইসলামপাড়ার মো. সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এমবি ম্যাটাডর ট্রলারে পরিচ্ছন্নতা কাজ করার সময় নদীতে পড়ে যান রাকিব। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন এবং খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিমও বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত নিখোঁজ রাকিবকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ রাখে। বুধবার সকালে ফের অভিযান শুরু করে বেলা দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মো. নবী বলেন, ‘যতোদূর জেনেছি, নিহত রাকিব হোসেন সাঁতার পারতেন, তবুও রূপসার স্রোতের তোড়ে ডুবে যান তিনি।’
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বামপাশে পরিস্কার করার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সান নিউজ/ এআর