নিনা আফরিন,পটুয়াখালী : কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়েছে।
আরও পড়ুন : দুদকের মামলায় কারাগারে ঠিকাদার
নিহতের নাম শাওন। তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। এ ঘটনায় তুহিন পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ।
দুমকী থানার ওসি আবুল বশার জানান, কুয়াকাটা থেকে তুহিন পরিবহনের একটি বাস দিনাজপুর যাচ্ছিলো।
বাসটি পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইক গাড়ির বেপরোয়া গতি দেখে পাশে হার্ড ব্রেক করে থামিয়ে দেয়।
আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
এ সময় পেছন থেকে অন্য একটি মোটরবাইক এসে সামনের মোটরবাইকের পেছনে জোড়ে ধাক্কা মারলে দুই মটরবাইকের চালক ছিটকে রাস্তায় পরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনের একটি অটোকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পরে যায়।
ঘটনার পর পর স্থানীয়রা আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার দ্বিতীয় মোটর সাইকেল চাকল শাওন (২২) কে মৃত ঘোষণা করে। নিহত শাওনের বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। বাকী আহতদের নাম জানা যায়নি।
সান নিউজ/এইচএন