সারাদেশ

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদরের কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে তিন নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কোয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, একপক্ষের পনু মাদবর (৬৫), আয়শা বেগম (৫৫), রমজান মাদবর (৩০), ইলিয়াস মাদবর (৫০), জোসনা বেগম (২৮) মিনারা বেগম (৩৮) ও রুবেল মাদবর (৩৪) এবং অপর পক্ষের মনির মাদবর (৪৫), আলী হোসেন মাদবর (৪০) ও আমির হোসেন মাদবর (৩৫)।

আরও পড়ুন : মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান

পুলিশ ও উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে, শরীয়তপুর সদরের কোয়ারপুর গ্রামের পনু মাদবর ও ইলিয়াছ মাদবর গংদের সাথে একই এলাকার মনির মাদবর ও আলী হোসেন মাদবর গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পনু মাদবর ও ইলিয়াছ মাদবর পক্ষের তিন নারীসহ সাতজন আহত হন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে মনির মাদবর ও আলী হোসেন মাদবর পক্ষের ৩জন আহত হন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে আহত পনু মাদবর বলেন, আমরা আমাদের জমির গাছ কাঁটতে গেলে স্থানীয় মনির মাদবর ও আলী হোসেন মাদবর সহ তাদের লোকজন নিয়ে বাড়িতে এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে বাড়ির তিন মহিলা সহ সাতজন গুরুতর আহত হয়েছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন : এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

এব্যাপারে অপর পক্ষের আহত আলী হোসেন মাদবর বলেন, পনু মাদবর গংরা লোকজনন নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমরা আহত হয়েছি। এ ঘটনায় আমরা মামলা করবো।

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দশজন হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ নিয়ে কোন পক্ষই এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : বাসায় ফিরল নিখোঁজ ৪ ছাত্রী

শরীয়তপুর সদরের কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত পনু মাদবর হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা