জেলা প্রতিনিধি : রাজশাহীতে মাটি বহনকারী ট্রাকে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে চালকের সহযোগী সজল (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি
বুধবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল আলিমগঞ্জ এলাকার মৃত সাবের আলীর ছেলে। আহতরা হলেন- রাজশাহী মহানগরীর পূর্ব রায়পাড়া এলাকার শামীম হোসেন ও একই এলাকার আজিজুল ইসলাম।
আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় মাটি বহনকারী গাড়িটি আনলোড করার জন্য ট্রাকের বডি ওপরের দিকে উঠালে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ হয়।
ফলে ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজল মারা যায়। এ সময় ট্রাকে থাকা আরও ২ জন গুরুতর আহত হন।
আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি
পরে স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সর্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সান নিউজ/এনজে