ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল নেমেছে।
আরও পড়ুন : নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের লাটিয়ামারী ঘাটে ব্রহ্মপুত্র নদে এ স্নানোৎসব পালিত হয়। নানা বয়সী পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন। ব্রহ্মপুত্র নদে পূণ্য স্নানে ব্যাপক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী নান্দাইল, কেন্দুয়া, নেত্রকোণা এলাকা হতে স্নানার্থীরা লাটিয়ামারি ঘাটে স্নানে অংশগ্রহণ করে। স্নানোৎসব উপলক্ষে এ ঘাটে প্রতি বছরেই বসে মেলা।
আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ
সনাতন ধর্মাবলম্বী এ্যাড. জীবন চন্দ্র সরকার বলেন, অন্যান্য বারের চেয়ে এবার পূণ্যার্থীদের উপস্থিতি বেশী। দুর দুরান্ত থেকে আত্নীয় স্বজনরা স্নানোৎসব উপলক্ষে বেড়াতে আসে এ ঘাটে স্নান করার জন্য।
ঈশ্বরগঞ্জ থানা ওসি মোস্তাছিনুর রহমান জানান, স্নানোৎসব ও মেলার নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
সান নিউজ/এমআর