আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় ইফতার পার্টি নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে খাগড়াছড়ি জেলা বি এনপি`র।
আরও পড়ুন : বজ্রপাতে শিশুর মৃত্যু
জানা যায়,কয়েক দফায় বিভিন্ন সিদ্ধান্তে বৈঠকে মিলিত হচ্ছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবং চট্টগ্রাম বিভাগের ১৫টি সাংগঠনিক জেলাসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবারের ইফতার পার্টিতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিতি থাকবে।
খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টি সফল ও স্বার্থক করে তুলতে জেলা বিএনপির সর্বাত্মক প্রস্তুতির পাশাপাশি নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টি খাগড়াছড়িতে হবে এটা গৌরবের বিষয় তা দৃষ্টান্ত হয়ে রবে। ইফতার পার্টি সুন্দর ও সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি যা যা প্রয়োজনীয়তা তা করা হচ্ছে।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত কন্ট্রোলারের শ্রদ্ধা
উক্ত সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ছাড়াও জেলার ৯টি উপজেলা ও তিন পৌরসভার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সান নিউজ/এসআই