ছবি: সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রীর লাশ নিয়ে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : যশোর জেলার ঝিকরগাছায় ইভটিজিংয়ের শিকার অনি রায় (১৩) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী ও সহপাঠীরা।

আরও পড়ুন : পরকীয়ার বলি রূপপুর প্রকল্পের গাড়িচালক

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কে এ অবরোধ করা হয়।

অনি রায় ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়ার প্রবাসী গৌতম রায়ের মেয়ে । সে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

এর আগে গত সোমবার (২৭ মার্চ) স্কুল থেকে ফিরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

অনি রায়ের পরিবার জানিয়েছে, ইভটিজিংয়ের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার

অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, প্রতিদিনের মতো তার বোন স্কুলে কোচিংয়ের জন্য গিয়েছিল। ফিরে এসে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি জানান, অনি স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করত। ফেরার পথে কয়েকজন তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পর অর্ঘ্যর সাথে তিন যুবকের ঝগড়া বাধে। ঐ তিন যুবকই অনি রায়কে উত্ত্যক্ত করত। তাদের মধ্যে একজন হাসপাতাল রোড এলাকার জামাল ফার্মেসির মালিকের ছেলে সাকিব।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

এ বিষয়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, অনি খুবই ভাল মেয়ে। সে খেলাধুলার কারণে পরিচিত মুখ ছিল। অনি স্কুলে কোচিং করতে এসেছিল। স্কুল থেকে সে স্বাভাবিকভাবে বের হয়েছে। এরপর বাসায় ফিরে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, পথে কি হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে উত্ত্যক্তের অভিযোগে সন্দেহভাজন যে নামগুলো পাওয়া গেছে সেগুলো প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। স্কুল কর্তৃপক্ষও সর্বাত্মক সহযোগিতা করছে। ফলে অনির মৃত্যুর পেছনে যাই থাকুক তা বের হয়ে আসবে।

আরও পড়ুন : সেহরি খেতে উঠে দেখল ছেলের লাশ

এছাড়া অনির মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত ও শাস্তির দাবিতে বুধবার (২৯ মার্চ) স্কুলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

ঝিকরগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) রুমা রায় বলেন, মঙ্গলবার অনি রায়ের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। নিহতের ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনা তদন্ত করছে।

আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু

তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা