জেলা প্রতিনিধি : মাদারীপুরে রাজীব সরদার হত্যায় দায়ের করা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
আরও পড়ুন: সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পর্তুগালে ২ বাংলাদেশি নিহত
তিনি জানান, ২০১২ সালে রাজীব সরদারকে হত্যা করা হয়। এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন।
সান নিউজ/এমআর