আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার
সোমবার (১৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহীন, সদস্য রাবেয়া ইকবাল, আব্দুর রহমান প্রমুখ।
আরও পড়ুন : মানিকগঞ্জে ঘর পাচ্ছে ৩৬৭ গৃহহীন
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এ উপজেলায় ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ গৃহ বরাদ্দ প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রী আগামী বুধবার কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
সান নিউজ/এইচএন