জেলা প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২ ), লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮) ও শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (৩২)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে।
আরও পড়ুন : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন
দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে পণ্য বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারীসহ তিন জন নিহত হন। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তার ওপরে থাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন : ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে তিন থানা
এসআই সাইফুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।
সান নিউজ/জেএইচ