নিজস্ব প্রতিবেদক:
যশোর: প্রতারণার অভিযোগে বহুল আলোচিত পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলায় ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে খুলনা ডিআইজি অফিসে কর্মরত পরিদর্শক মোয়াজ্জেম হোসেন ছাড়াও যশোরের অভয়নগর উপজেলার দিবাগদি গ্রামের সমীর কুমার মিত্রের ছেলে সুমন কুমার মিত্রকে আসামি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) শার্শা বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস মামলাটি করেন।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদালত অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, উত্তম কুমার বিশ্বাস ও মোয়াজ্জেম হোসেন পাশাপাশি গ্রামের বাসিন্দা এবং একই কলেজের ছাত্র ছিলেন। তারা দুইজন যশোর কোতোয়ালি মডেল থানায় একসঙ্গে চাকরি করেছেন। অভয়নগরে চাকরি করার সময় মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে সমীর কুমারের সঙ্গে তার পরিচয় হয়।
এক পর্যায়ে ওসি মোয়াজ্জেম উত্তমকে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় পাঁচ শতক জমি কেনার প্রস্তাব দেন। দরদাম ঠিক করে মোয়াজ্জেম হোসেনের কথা মতো গত বছরের ৮ ডিসেম্বর উত্তম কুমার বিশ্বাস অন্য আসামি সুমন কুমার মিত্রের অ্যাকাউন্টে তিন লাখ টাকা জমা দিয়ে দেন। পরে মোয়াজ্জেম হোসেন টাকা পেয়েছেন বলে তাকে মোবাইল করে জানিয়ে দেন। এরপর বাকি টাকা নিয়ে জমি লিখে দিতে বললে তিনি ঘোরাতে থাকেন। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, মোয়াজ্জেম হোসেনের ঘোষপাড়ায় কোনো জমি নেই। তাই বাধ্য হয়ে টাকা আদায়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
সান নিউজ/ এআর