এম এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি: ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
আরও পড়ুন : কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান
শনিবার (১৮ মার্চ) ও রোববার (১৯ মার্চ) ২দিন ব্যাপী এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পোরশার ঐতিহ্যবাহী মশিদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজামুল হক শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৪
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম শাহের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, ছাওড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজির উদ্দীন শাহ, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য আমিন উদ্দিন শাহ, আব্দুল করিম শাহ, কবির আহম্দে শাহ প্রমুখ।
আরও পড়ুন : ভোলায় ডা.আফতাব ইউসুফ রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সান নিউজ/এইচএন