জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অধ্যাপক-সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি
শনিবার (১৮ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর উইনারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাংবাদিক রওশন ঝুনু (২২), অধ্যাপক কাজী নাসির মামুন (৫০), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি মিয়া (২৫), শাহীন মিয়া (৩০)। এছাড়া অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের বৈলর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বিপরীত লেনে চলে আসে। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন
ওসি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/জেএইচ