নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লাসহ দুজনের বিরুদ্ধে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কাটার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার অন্য আসামি হলেন মাটি ব্যবসায়ী আবুল হোসেন।
এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ ৫ জনের নাম উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
প্রসঙ্গত, রোববার (৯ আগস্ট) অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলা হয় প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারাদেশে ইন্টানেটে ধীরগতি হয়ে পড়ে।
এরপর প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার দিকে স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।
সান নিউজ/ আরএইচ