কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা প্রেসক্লাব।
আরও পড়ুন : উলিপুরে গণসংর্বধনা অনুষ্ঠিত
শনিবার (১৮ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভ সুচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
পতাকা উত্তোলনের পর একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে
উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মিজানুর রহমান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
সান নিউজ/এইচএন