কামরুল সিকদার, (ফরিদপুর) : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
আরও পড়ুন : বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীর অভিযোগ
শনিবার (১৮ মার্চ) সকালে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অবস্থিত 'রাজাপুর উচ্চ বিদ্যালয়'-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার এসব কথা বলেন।
তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।'
তিনি আরো বলেন, 'শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।'
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন।
আরও পড়ুন : আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নওয়াব্জাদা এ এফ এম আব্দুর রহমান (ফজল এ রহমান)-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নাজমুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামরুল হাসান (হাসান মেম্বার), প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজীব মোল্যা প্রমুখ।
সান নিউজ/এসআই