নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণও দাবি করেন নিহত দিনমজুর পরিবারের সদস্যরা।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নানা শ্রেণি-পেশার ৫ শতাধিক মানুষের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সড়কের দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট-বড় শতাধিক যানবাহন।
দুর্ঘটনাস্থলে গতিরোধক স্থাপন ও নিরাপদ সড়কের দাবি তুলে বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত বাসচালকের দ্রুত বিচার আইনে শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ।
গত শনিবার (৮ আগস্ট) ভোরে সরোজগঞ্জ বাজারে রয়েল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় নিহত হন দিনমজুরসহ ছয়জন। পরে ওই বাসের চালককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় সদর থানার সেকেন্ড অফিসার এসআই একরাম হোসাইন বাসচালকসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেন।
সান নিউজ/ এআর