আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শুক্রবার (১৭ মার্চ) সকালে দিনটি উপলক্ষে দোয়া মাহফিল, আনন্দ র্যালি, পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।
পরে, আনন্দ র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে টাউন হল প্রাঙ্গণে চেতনা মে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের উদোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
সান নিউজ/এমআর