কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: "কলেজ সময় কেউ বাইরে ঘোরাফেরা করবে না, আমরা চাই সকল শিক্ষার্থী সমান সুযোগ সুবিধা পেয়ে আগামীর যোগ্য নাগরিক হয়ে শুধু ফরিদপুর নয় যাতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা পরিবর্তনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। যাতে মেয়েরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, আইসিটি, কম্পিউটার প্রোগ্রামিং-এ যেন তারা যথাযথ প্রশিক্ষণ পায় তার জন্য কলেজ কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়।"
আরও পড়ুন: আরও ৫০টি মসজিদের উদ্বোধন
বৃহস্পতিবার (১৬ মার্চ) ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।
আরও পড়ুন: কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১
জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জান মিন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ,কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বীর মু্ক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু,পরিচালনা পর্ষদের সদস্য আলী আকবর প্রমুখ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের হট্টগোল
অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়ানুষ্ঠানের আহবায়ক, সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার রায়।
সান নিউজ/এমআর