মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: দেড় বছরের সাজা এড়াতে পাঁচ বছর পালিয়ে থাকার পর পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: মানুষের সেবাকেই সরকার গুরুত্ব দেয়
বুধবার (১৫ মার্চ) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার কদমতলি (জুরাইন রেলগেট) এলাকায় তার শশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট
আটককৃত তোফাজ্জল হোসেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের পুড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
টঙ্গীবাড়ি থানার (এসআই) আল-মামুন বলেন, তোফাজ্জল ঢাকার বঙ্গবাজার এলাকায় ব্যবসা করতো। সেখানকার অন্য ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করে সে নিরুদ্দেশ ছিল। পরে তার বিরুদ্ধে ঢাকা আদালতে মামলা হলে আদালত তাকে দেড় বছরের সাজা প্রদান করে।
আরও পড়ুন: সংলাপের দরকার নেই
তিনি আরও বলেন, সাজাপাপ্ত আসামি সাজা প্রদানের পর ৫ বছর পালিয়ে ছিল। তার ভাই ও আত্মীয়-স্বজনরাও জানতো না, সে কোথায় আছে। তার বাড়ি এ জেলায় হওয়ায় সাজা পরোয়ানা টঙ্গীবাড়ি থানায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার কদমতলী থানা এলাকা হতে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এমআর